About Us
Welcome To
Brahmapur B.l High School
Welcome To
Brahmapur B.l High School
বর্তমান সময়ে ইন্টারনেট বাংলাদেশ তথা সারা বিশ্বের জীবন ব্যাবস্থা আমূল বদলে দেয়ার পাশাপাশি বদলে দিয়েছে আমাদের প্রচলিত অনেক ধারনাকেও। যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব সাধন করেছে ইন্টারনেট। পৃথিবী আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি সচেতন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্যে একটি ওয়েবসাইটের প্রয়োজনীয়তা অপরিহার্য্য। পৃথিবীব্যাপী মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট বিভিন্ন ব্যক্তি, সংস্থা এবং প্রতিষ্ঠানের ভার্চুয়াল মুখপাত্র অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। বর্তমান সময়ে একটি ওয়েবসাইটের গুরুত্ব কতটা তা আসলে ভাষায় প্রকাশ করাটা কঠিন । যেসব প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট ডিজাইন করা নেই সেসব প্রতিষ্ঠানকে আজ আর স্মার্ট বলা হচ্ছে না কারণ সেসব প্রতিষ্ঠান আধুনিক সুযোগ-সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত। একটি ওয়েবসাইটের মাধ্যমে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের সকল হালনাগাদ তথ্য খুব সহজেই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা পেয়ে যাবে মুহূর্তের মধ্যে। নোটিশ, রেজাল্ট, ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মকর্তা বা কর্মচারীদের উপস্থিতি, এর সবকিছুই সবাই জানতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে। শ’ শ’, হাজার হাজার শিক্ষার্থীকে উপযুক্ত তথ্য দিয়ে সহায়তা করতে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট ডেভেলপ করার বিকল্প নেই। এ প্রয়াসেই Brahmapurbl High School নিজস্ব ওয়েবসাইট ব্যবস্থা তৈরি করা হয়েছে। এ ‘ওয়েবসাইটে’ যে বিষয়গুলোর উল্লেখ রয়েছে তা সম্পূর্ণভাবেই আধুনিক ও গতিশীল শিক্ষাকার্যক্রমের জন্য একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। এই ওয়েবসাইটটি আমরা আরো উন্নত করতে চেষ্টা করছি এবং এটি অবশ্যই, চলমান থাকবে। আমি Brahmapurbl High School সার্বিক উন্নতি কামনা করি এবং সারা দেশ তথা বিশ্বে ওয়েবসাইটের মাধ্যমে এর সুনাম ছড়িয়ে পড়ুক এ কামনা করি। ধন্যবাদ।
Md.
District Education Office, Natore.
Md.
District Education Office, Natore.
আমি প্রথমেই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যাঁদের দিক নির্দেশনায় 2025 সালের জাতীয় শিক্ষানীতির আলোকে নিজস্ব ওয়েবসাইট চালু করে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে একধাপ এগিয়ে Brahmapur b l High School। এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট এর মাধ্যমে শিক্ষার্থী ভর্তি, একাডেমীক ক্যালেন্ডার, ক্লাস রুটিন, শিক্ষকগণের তথ্য, শিক্ষার্থী তথ্য, পরীক্ষার ফলাফল, শিক্ষার্থীদের অগ্রগতি প্রতিবেদন ইত্যাদি অতি সহজেই অভিভাবক ও শিক্ষার্থীরা ঘরে বসেই জানতে পারবে।
Our Achievement
0
Total students
0
Total teachers
0
Total office staff
Apply now for admission of your son or daughter
School Online Payment System
Respected Teachers
Office Staff
© Brahmapur B.l High School | All Rights Reserved
Designed and Developed by Social power Ltd